আমাদের কর্মক্ষেত্র
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), শাহজাদপুরের ডেইরি উপখাতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে টেকসই এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি) বাস্তবায়ন করছে। এবং বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় মাইক্রো এন্টারপ্রাইজের সামগ্রিক ব্যবসা ও পরিবেশের উন্নতি সাধন করা। আমাদের সরাসরি লক্ষ্যকৃত মোট সুবিধাভোগী ৭৫০ জন এবং পরোক্ষ সুবিধাভোগী ২২৫০ জন।

নং | জেলার নাম | উপজেলার | ইউনিয়ন নাম | শাখার নাম | এমইএস নং | |
পুরুষ | মহিলা | |||||
০১ | সিরাজগঞ্জ | শাহজাদপুর | কায়েমপুর | তালগাছি | ৫০ | ৮৮ |
০২ | সিরাজগঞ্জ | শাহজাদপুর | গারাধা | তালগাছি | ৪৮ | ৮২ |
০৩ | সিরাজগঞ্জ | শাহজাদপুর | পোতাজিয়া | শাহজাদপুর | ১৫২ | ২৫৫ |
০৪ | সিরাজগঞ্জ | শাহজাদপুর | রূপবাটি | বাঘাবাড়ি | ৫৫ | ৮৮ |
০৫ | সিরাজগঞ্জ | শাহজাদপুর | গালা | বাঘাবাড়ি | ৪৫ | ৮২ |
০৬ | সিরাজগঞ্জ | রায়গঞ্জ | দেশীগ্রাম | নিমগাছি | ২২ | ৩৬ |
০৭ | সিরাজগঞ্জ | রায়গঞ্জ | মাধাইনগর | নিমগাছি | ১৮ | ৩৪ |
১ | ২ | ৭ | ৩৯০ | ৬৬৫ |
প্রকল্প এলাকার অবস্থান এবং প্রবেশযোগ্যতা
শাহজাদপুর উপজেলা (সিরাজগঞ্জ জেলা) এলাকা ৩২৪.৪৭ বর্গ কিমি, ২৪°০৪’ এবং ২৪°২৫’ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩১’ এবং ৮৯°৩১’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এর উত্তরেউল্লাহপাড়াওবেলকুচিউপজেলা, দক্ষিণেবেড়াওসাঁথিয়াউপজেলা,পূর্বে চৌহালীউপজেলা, পশ্চিমেফরিদপুর(পাবনা) ও উল্লাহপাড়া উপজেলা।
মোট জনসংখ্যা ৪৭২৫০৫; পুরুষ ২৪৭০১৯, মহিলা ২২৫৪৮৬; মুসলিম ৪৫২৯২৯, হিন্দু ১৯৪৭২, বৌদ্ধ ২৪, খ্রিস্টান ২৮ এবং অন্যান্য ৫২।
জলাশয় প্রধান নদী:যমুনা,করতোয়া,হুরাসাগর,বড়াল, গোহালা; পানদহ বিল উল্লেখযোগ্য।
প্রশাসন শাহজাদপুর থানা, বর্তমানে একটি উপজেলা, ১৮৪৫ সালে গঠিত হয়।
উৎস: বাংলাপিডিয়া
রায়গঞ্জ উপজেলা(সিরাজগঞ্জ জেলা) এলাকা ২৬৭.৮৩ বর্গ কিমি, ২৪°২৫’ এবং ২৪°৩৪’ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৪’ এবং ৮৯° এর মধ্যে অবস্থিত °৩৭’ পূর্ব দ্রাঘিমাংশ। এর উত্তরেশেরপুর(বগুড়া) ওধুনটউপজেলা, দক্ষিণে উল্লাহপাড়া ওকামারখন্দা উপজেলা,সিরাজগঞ্জ সদরও কামারখন্দা উপজেলা,তাড়াশউপজেলা।
জনসংখ্যা ২৬৭৫২২; পুরুষ ১৩৭৫৭৪, মহিলা ১২৯৯৪৮; মুসলিম ২৩৪১১২, হিন্দু ৩৩৩৬১, বৌদ্ধ ৩০ এবং অন্যান্য ১৯।
জলাশয়প্রধান নদী:করতোয়া,ইছামতি।
প্রশাসনরায়গঞ্জ থানা গঠিত হয় ১৯৩৭ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।
সূত্র: বাংলাপিডিয়া
কর্মরত শাখা ও ইউনিয়ন
নং |
শাখার নাম |
ইউনিয়নের নাম |
গ্রামের নাম |
০১ |
শাহজাদপুর |
পোতাজিয়া |
৯ |
০২ |
বাঘাবাড়ী |
রুপবাটি ও গালা |
৬ |
০৩ |
তালগাছি |
গড়াদহ ও কায়েমপুর |
৪ |
০৪ |
নিমগাছি |
মাধাইনগর ও দেশীগ্রাম |
৫ |