আমাদের কর্মক্ষেত্র

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), শাহজাদপুরের ডেইরি উপখাতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে টেকসই এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি) বাস্তবায়ন করছে। এবং বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় মাইক্রো এন্টারপ্রাইজের সামগ্রিক ব্যবসা ও পরিবেশের উন্নতি সাধন করা। আমাদের সরাসরি লক্ষ্যকৃত মোট সুবিধাভোগী ৭৫০ জন এবং পরোক্ষ সুবিধাভোগী ২২৫০ জন।

নং জেলার নাম উপজেলার ইউনিয়ন নাম শাখার নাম এমইএস নং
পুরুষ মহিলা
০১ সিরাজগঞ্জ শাহজাদপুর কায়েমপুর তালগাছি ৫০ ৮৮
০২ সিরাজগঞ্জ শাহজাদপুর গারাধা তালগাছি ৪৮ ৮২
০৩ সিরাজগঞ্জ শাহজাদপুর পোতাজিয়া শাহজাদপুর ১৫২ ২৫৫
০৪ সিরাজগঞ্জ শাহজাদপুর রূপবাটি বাঘাবাড়ি ৫৫ ৮৮
০৫ সিরাজগঞ্জ শাহজাদপুর গালা বাঘাবাড়ি ৪৫ ৮২
০৬ সিরাজগঞ্জ রায়গঞ্জ দেশীগ্রাম নিমগাছি ২২ ৩৬
০৭ সিরাজগঞ্জ রায়গঞ্জ মাধাইনগর নিমগাছি ১৮ ৩৪
৩৯০ ৬৬৫

প্রকল্প এলাকার অবস্থান এবং প্রবেশযোগ্যতা

শাহজাদপুর উপজেলা (সিরাজগঞ্জ জেলা) এলাকা ৩২৪.৪৭ বর্গ কিমি, ২৪°০৪’ এবং ২৪°২৫’ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩১’ এবং ৮৯°৩১’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এর উত্তরেউল্লাহপাড়াওবেলকুচিউপজেলা, দক্ষিণেবেড়াওসাঁথিয়াউপজেলা,পূর্বে চৌহালীউপজেলা, পশ্চিমেফরিদপুর(পাবনা) ও উল্লাহপাড়া উপজেলা।

মোট জনসংখ্যা ৪৭২৫০৫; পুরুষ ২৪৭০১৯, মহিলা ২২৫৪৮৬; মুসলিম ৪৫২৯২৯, হিন্দু ১৯৪৭২, বৌদ্ধ ২৪, খ্রিস্টান ২৮ এবং অন্যান্য ৫২।

জলাশয় প্রধান নদী:যমুনা,করতোয়া,হুরাসাগর,বড়াল, গোহালা; পানদহ বিল উল্লেখযোগ্য।
প্রশাসন শাহজাদপুর থানা, বর্তমানে একটি উপজেলা, ১৮৪৫ সালে গঠিত হয়।

উৎস: বাংলাপিডিয়া

রায়গঞ্জ উপজেলা(সিরাজগঞ্জ জেলা) এলাকা ২৬৭.৮৩ বর্গ কিমি, ২৪°২৫’ এবং ২৪°৩৪’ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৪’ এবং ৮৯° এর মধ্যে অবস্থিত °৩৭’ পূর্ব দ্রাঘিমাংশ। এর উত্তরেশেরপুর(বগুড়া) ওধুনটউপজেলা, দক্ষিণে উল্লাহপাড়া ওকামারখন্দা উপজেলা,সিরাজগঞ্জ সদরও কামারখন্দা উপজেলা,তাড়াশউপজেলা।

জনসংখ্যা ২৬৭৫২২; পুরুষ ১৩৭৫৭৪, মহিলা ১২৯৯৪৮; মুসলিম ২৩৪১১২, হিন্দু ৩৩৩৬১, বৌদ্ধ ৩০ এবং অন্যান্য ১৯।
জলাশয়প্রধান নদী:করতোয়া,ইছামতি।

প্রশাসনরায়গঞ্জ থানা গঠিত হয় ১৯৩৭ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।

সূত্র: বাংলাপিডিয়া

কর্মরত শাখা ও ইউনিয়ন

নং

শাখার নাম

ইউনিয়নের নাম

গ্রামের নাম

০১

শাহজাদপুর

পোতাজিয়া

০২

বাঘাবাড়ী

রুপবাটি ও গালা

০৩

তালগাছি

গড়াদহ ও কায়েমপুর

০৪

নিমগাছি

মাধাইনগর ও দেশীগ্রাম